সুখবর পেলেন দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ

SportsZone24 SportsZone24

চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সময়টা ভালো যাচ্ছে না। নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয়টি ম্যাচ হেরেছে সাকিব-লিটনরা। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে সাকিব-শান্তরা ব্যর্থ হলেও ধারাবাহিক ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ছন্দে থাকা এই ক্রিকেটার এবার সুখবর পেয়েছেন আইসিসি থেকে।

বুধবার (১ নভেম্বর) সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্যাটারদের তালিকায় আরও উন্নতি হয়েছে রিয়াদের। দুই ধাপ এগিয়ে ৫৪৬ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের এই অভিজ্ঞ ক্রিকেটার এখন রয়েছেন ৪৯তম অবস্থানে। সমান রেটিং পয়েন্ট নিয়ে রিয়াদের ওপর রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ।

SportsZone24 SportsZone24

এদিকে, বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশকে হারানোর ম্যাচেও দারুণ বোলিং করেন তিনি। বিশ্বকাপেও রয়েছেন বেশ ধারাবাহিক। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিটাও পেলেন এবার। আইসিসি র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে সংস্করণে ৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন এই পাকিস্তানি পেসার।