এশিয়া কাপ মিশনে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশটির মাটিতে কোনো ম্যাচ খেলতে সাড়ে তিন বছর পর পা রাখল টাইগাররা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে শ্রীলঙ্কা থেকে পাকিস্তানের বিমান ধরে সাকিব বাহিনী। এরপর রাত ১০টা নাগাদ নিরাপদে তারা বাবরদের দেশে পৌঁছায়।
এর আগে সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। সেবার অবশ্য দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল টাইগাররা। এবার মিশন এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে প্রতিপক্ষ আফগানিস্তান। এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
কারণ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে অনেকটা ব্যাকফুটে টাইগাররা। সুপার ফোরে যেতে তাই যেকোনো উপায়ে হারাতে হবে মুজিব-রশিদদের। পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন পরের ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে হারে আফগানরা। তবে শ্রীলঙ্কা যদি আফগানদের কাছে হেরে যায়, তখন রানরেটের হিসেবে যেতে হবে তিন দলকেই।
Sri Lanka and Bangladesh teams welcomed in Lahore 🤝🇱🇰🇧🇩#AsiaCup2023 pic.twitter.com/msvXvz8Yc5
— Pakistan Cricket (@TheRealPCB) September 1, 2023
আগামী ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে দুপুর ৩টা ৩০ মিনিটে।