সাকিবের ইনজুরি নিয়ে ধোঁয়াশা, খেলবেন কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে?

গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে বাঁ পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেই চোট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি দলের পক্ষ থেকে। অন্য দলের ক্রিকেটাররা চোটে পড়লে সে তথ্য জানানো হয়েছে দলের পক্ষ থেকেই। কিন্তু বাংলাদেশের এমন ব্যতিক্রম আচরণে বেড়েছে রহস্য!

নিউজিল্যান্ড ম্যাচে চোটে পড়ার কারণে সাকিব ভারতের বিপক্ষে খেলতে পারেননি। এবার টাইগার বাহিনী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটিতে অধিনায়কের খেলা হবে কিনা, সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। ভারতের বিপক্ষে খেলতে চেয়েছিলেন সাকিব, তবে শেষ পর্যন্ত তাকে মাঠে নামতে দেখা যায়নি। প্রোটিয়াদের বিপক্ষে খেলার জন্য ফিট আছেন কিনা, সেটিও জানায়নি দল।

এর আগে চেন্নাইয়ে প্রথম স্ক্যান করা হয়েছিল সাকিবের। দ্বিতীয় বার স্ক্যান করা হয় পুনেতে। তবে কোনো খবরই সামনে আনেনি টিম ম্যানেজম্যান্ট। এমনকি সাকিব কোথায় চোট পেয়েছেন সে খবরও সাংবাদিকদের খুঁজে বের করতে হয়েছে। অথচ কেইন উইলিয়ামসন কিংবা হার্দিক পান্ডিয়াদের চোটের খবর সবার আগে দলের পক্ষ থেকেই জানানো হয়েছে এবং সেগুলোর ধরণও জানিয়ে দেয়া হয়েছে।

সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সাকিবের খেলা নিয়ে রহস্য তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সাকিব খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভারতের বিপক্ষেও তিনি মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন। তবে ঝুঁকি এড়াতে শেষ মুহূর্তে দল তাকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এবার আগামী ২৪ অক্টোবর দুপুর আড়াইটায় তাকে মাঠে দেখা যেতে পারে। সেজন্য অনুশীলনও করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।