টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি এখন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন কিউই এই পেসার। গত মার্চে সাউদিকে টপকে গিয়েছিলেন সাকিব।
১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। এই সিরিজে এখনো টি-টোয়েন্টি ম্যাচ বাকি আছে ৩টি। বোঝাই যাচ্ছে টিম সাউদি রেকর্ডটা নিজের কাছে অনেক দিন রাখতে পারবেন। কারণ সাকিব পরের টি-টোয়েন্টি খেলবেন আগামী ডিসেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষেই।
টি-টোয়েন্টিতে সাউদির ঝুলিতে এখন ১৪১টি উইকেট। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তার পরে আছেন সাকিব। সাকিব-সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।
যদিও সাউদির রেকর্ড গড়ার দিনে জয় পায়নি নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে কিউইরা। বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরুটা হয়েছিল ভালোই। কিন্তু পাওয়ারপ্লের পরে সুবিধা করে উঠতে পারেনি সাউদির দল। কোনোরকমে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানের পুঁজি দাঁড় করায় তারা।
১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, ৩৬ বল আর ৭ উইকেট থাকতেই জিতে যায় ইংলিশরা। ইংল্যান্ডের হয়ে ফিফটি পেয়েছেন ডেভিড ম্যালান। ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন উড এবং ব্রাইডন কার্স।