সাইফুদ্দিন দলে না থাকার কারণ জানালেন শান্ত

সদ্য শেষ হওয়া বিপিএল শুরুর আগে আলোচনাতেই ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। চোট থেকে পুরোপুরি ফিট হয়ে যোগ দেন ফরচুন বরিশালে। ফাইনালে ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বল করে চলে আসেন আলোচনায়। ঐ ওভারটাই যে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও কেন জাতীয় দলে সুযোগ পাননি তিনি, সেই প্রশ্ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।

সাইফউদ্দিনের দলে না থাকার অবশ্য ব্যাখ্যা দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলন সেই কারণ জানান তিনি।

টাইগার অধিনায়ক জানান, চোট কাটিয়ে ফিরে সাইফউদ্দিন বিপিএলে ভালো করলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিয়ে এখনই ঝুঁকি নিতে চায় না দল।

সাইফউদ্দিনকে নিয়ে শান্ত বলেন, ‘সাইফউদ্দিনের ব্যাপার যেটা তা হলো ইনজুরি থেকে আসার পর খুব ভালোভাবে ফিরেছে। তবে ইনজুরি থেকে আসার পর এরকম একটা সিরিজ খেলা আমাদের ফিজিও যারাই ছিলেন সবার মনে হয়েছে এটা ঝুঁকিপূর্ণ হবে। আশা করছি এরকম পারফরম্যান্স চালিয়ে যাবে, তাহলে সুযোগ থাকবে।’

বিপিএল চলাকালীনই বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি, যেখানে সুযোগ পাননি সাইফউদ্দিন। যদিও সে সময় আলোচনায়ও ছিলেন না তিনি। পরবর্তীতে টানা ৯ ম্যাচ খেলে সাইফউদ্দিন শিকার করেন ১৫ উইকেট। ডেথ ওভারে তার দারুণ বোলিং নজর কেড়েছে সকলের।