৪৪ বছর বয়সে শিরোপা জিতে রেকর্ড খাতায় নিজের নাম লেখালেন সাউথ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। আবেগ সামলাতে না পেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেঁদেই ফেললেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাহিরের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স শিরোপা জিতেছে।
এর আগে পাঁচবার ফাইনাল খেলেছে গায়ানা, তবে একবারও শিরোপা জেতা হয়নি।
ষষ্ঠবারে তাহিরের হাত ধরে শিরোপার জিতল দলটি। ৪৪ বছর বয়সী এই অধিনায়ক অসাধ্য সাধন করে দেখালেন। কিন্তু তাহিরকে দায়িত্ব দিয়ে বেশ হাস্যরসের মুখে পড়েছিল গায়ানা। ম্যাচ শুরুর সময় তাহিরের বয়স ছিল ৪৪ বছর ১৮১ দিন।
Imran Tahir breaks in tears of Happiness. pic.twitter.com/DYqFHnqYXG
— Nibraz Ramzan (@nibraz88cricket) September 25, 2023
ফলে তিনি টপকে গেছেন গ্যারেথ বাটিকে। ২০২০ সালে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে নটিংহামশায়ারের বিপক্ষে সারেকে নেতৃত্ব দিয়েছিলেন ব্যাটি, সে দিন তার বয়স ছিল ৪২ বছর ৩৫৭ দিন।
সব মিলিয়ে সবচেয়ে বয়সী ক্রিকেটার হিসেবে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা লিগের ফাইনাল খেলার রেকর্ডটি লুক্সেমবার্গের টনি হোয়াইটম্যানের। ২০২০ সালে কনটিনেন্টাল কাপে লুক্সেমবার্গের হয়ে রোমানিয়ার বিপক্ষে খেলেছিলেন ৫২ বছর ১০৪ দিন বয়সী হোয়াইটম্যান।
The oldest captains to have won a men's T20 title 🏆
Imran Tahir scripts history with the Guyana Amazon Warriors 💫 pic.twitter.com/A8nQ2RyXHi
— Sport360° (@Sport360) September 25, 2023