শচীনের সামনেই তার রেকর্ড ভাঙলেন মুশের খান

রঞ্জি ট্রফির ফাইনালে শচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন মুশির খান। ৩০ বছর পুরনো রেকর্ড ভাঙার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শচিন নিজেই। রঞ্জির ফাইনালে বিদর্ভের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন মুশির। মুম্বাইয়ের ক্রিকেটারদের মধ্যে সব থেকে অল্প বয়সে রঞ্জি ফাইনালে শতরান করলেন তিনি।

এতোদিন এ কীর্তি ছিল শচিনের দখলে। ১৯৯৪-৯৫ মৌসুমে রঞ্জির ফাইনালে পাঞ্জাবের বিপক্ষে কম বয়সী হিসেবে সেঞ্চুরি করেছিলেন শচিন। এত দিন সেটাই ছিল রঞ্জি ফাইনালে মুম্বাইয়ের হয়ে সব থেকে অল্প বয়সে কোনও ব্যাটারের করা সেঞ্চুরি।

৩০ বছর পরে সেই রেকর্ড ভাঙল। আর ভাঙলেন ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা মুশির খান। যিনি বড় ভাই সরফরাজের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন রঞ্জির একাদশে। ফাইনালে শেষ ইনিংসে বিধর্ভকে ৫৩৮ রানের লক্ষ্য দিয়েছে মুম্বাই।