রিয়াদকে নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা; নেই তামিম ইকবাল

অনেক জল্পনা-কল্পনা ও দীর্ঘ নাটকীয়তার পর তামিম ইকবালকে ছাড়াই ঘোষণা করা হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ১৫ সদস্যের দলে আছে কয়েকটি চমক।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে টাইগারদের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের পরিবর্তে লিটন দাসের সঙ্গী হিসেবে আছেন তানজিদ তামিম। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মেহেদি ও নাসুম আহমেদ।

দলে আছেন পাঁচ পেসার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।