শেষ বলের রোমাঞ্চে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৬৫ রান। শেষ ওভারে যেটা ঠেকে ২০ রানে। প্রথম চার বল থেকে দুই ছক্কা আর দুই ডাবলে ১৬ রান নিলেন ইয়াসির আলি রাব্বি। পঞ্চম বলে ইয়াসির আউট।
জিততে হলে শেষ বলে বাংলাদেশের দরকার ৪ রান।
পাকিস্তান লেগ স্পিনার সুফিয়ান মুকিম শেষ বলটা ইয়র্কার করতে চেয়েছিলেন। কিন্তু লেংন্থ ঠিকঠাক রাখতে পারলেন না। স্লটের বলটা মিড উইকেটের ওপর দিয়ে মারলেন রাকিবুল হাসান।
চার হলো। গত দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার গায়ে যেন কিছুটা হলেও প্রলেপ দিলেন রাকিবুল। বৃষ্টি আইনে বাংলাদেশ ম্যাচটা জিতল ৬ উইকেটে। শেষ বলের রোমাঞ্চে ব্রোঞ্জ জিতে এশিয়ান গেমসের যাত্রা শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচজুড়েই চলেছে বৃষ্টির দাপট। এর মাঝে আগে ব্যাটিং করে ৫ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪৮ রান। মির্জা বাইগ ১৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য ঠিক হয় ৬৫ রান। দলীয় এক রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি আফিফ হোসেন ও ইয়াসির আলি রাব্বি।
আফিফ ১১ বলে ৩ চার ও এক ছক্কায় ২০ রান করে আউট হন। তবে দুই দলের মাঝে পার্থক্য তৈরি করে দিয়েছে ইয়াসিরের ইনিংস। জয় থেকে দলকে চার রান দূরে রেখে ইয়াসির যখন ফিরছেন, তাঁর নামের পাশে ৩৪ রান। ১৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ২১২.৫০ স্ট্রাইক রেটের ইনিংস। শেষ বলে চার মেরে বাংলাদেশকে ব্রোঞ্জ জিতিয়েছেন রাকিবুল।