রাজা ঝড়ে শেষ ওভারে ১৮ রান নিয়ে ইতিহাস গড়ে জিতলো জিম্বাবুয়ে

SportsZone24 SportsZone24

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৮ রান। তিন বলে দুই ছক্কাসহ প্রথম পাঁচ বলে জিম্বাবুয়ে নিল ১৫ রান। শেষ বলে বাউন্ডারি মেরে বাকি ৩ রানের সমীকরণ মেলালেন সিকান্দার রাজা।

বিশ্বকাপের উত্তাপের মাঝে নামিবিয়া সফরে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। রাজার ব‍্যাটিং বীরত্বে ১৯৯ রানের লক্ষ্য ম্যাচের শেষ বলে ছুঁয়েছে তারা।

SportsZone24 SportsZone24

এই সংস্করণে এটিই জিম্বাবুয়ের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান টপকে জিতেছিল তারা।

দলের জয়ে বড় অবদান রাজার। চার নম্বরে নেমে অপরাজিত ইনিংসে ৩ চার ও ৯ ছক্কায় স্রেফ ৩৫ বলে ৮২ রান করেছেন তিনি। ২৫ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি ছোঁয়ার পর ১০ বলে নেন আরও ৩২ রান।

এই সংস্করণে জিম্বাবুয়ের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এটি। ২০১৬ সালে ভারতের বিপক্ষে ২৬ বলে ৫৪* রান করার পথে ১ চারের সঙ্গে ৭টি ছক্কা মারেন সাবেক অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১২১ রানে থামিয়ে রেখে ৭ উইকেটে জিতেছিল নামিবিয়া। শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।