আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে ২৯৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়। দলটির হয়ে প্রথমবারের মতো মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। রাজনীতিতে সুখবর পাওয়ার দিনে ক্রিকেটে বড় দুঃসংবাদ পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার।
আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। এবার নিলামের আগেই তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে, আসন্ন আসরে নতুন কোনো দলে দেখা যেতে পারে তারকা এই ক্রিকেটারকে।
সাকিবের মতো কলকাতায় খেলা আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসকেও ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গত আইপিএলে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই ওপেনার। সেই ম্যাচে ৪ রান করেছিলেন তিনি।
সাকিব-লিটনদের মতো আইপিএলের নিয়মিত মুখ বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও বল হাতে চমক দেখাতে পারেননি ফিজ। যার কারণে দিল্লি তাকে ধরে রাখার কারণ খুঁজে পায়নি।
উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম।