যে সমীকরণে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে পাকিস্তান

বিশ্বকাপে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনস স্টেডিয়ামে সেই কাজটা ঠিকভাবেই শেষ করলো পাকিস্তান। সপ্তম রাউন্ডের এই ম্যাচের পর বাংলাদেশের বাড়ি ফেরা যেমন নিশ্চিত হয়েছে, তেমনি পাকিস্তানের সেমিফাইনালের রাস্তাও কিছুটা অন্তত পরিষ্কার হয়েছে।

তবে পাকিস্তানের এমন জয়টাও তাদের পুরোপুরি নিশ্চিন্ত রাখতে পারছেনা। এমনকি বিশ্বকাপের বাকি দুই ম্যাচ জিতলেও নিশ্চিত না তাদের সেমিফাইনাল যাত্রা। এরজন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের হারের দিকে। সেইসব সমীকরণ মিললেই কেবল সেরা চারের মঞ্চে দেখা যাবে ৯২ এর বিশ্বকাপজয়ীদের।

বাংলাদেশকে হারানোর পরে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬। নেট রানরেট -০.০২৪। পাকিস্তানের বাকি দুই ম্যাচ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ ১০ পয়েন্টে যেতে পারবেন বাবরেরা।

পাকিস্তানের উপরে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত ও দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে। তাদের টপকে যাওয়া সম্ভব না বাবর আজমদের জন্য। তাই পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি দলকে হারতে হবে। পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা বাকি। তাই তারা হারলেই বেশি সুবিধা বাবরদের।

কিন্তু ওপরের দিকে থাকা এই দুই দলকে বাদ দিলেও নিশ্চিন্ত না পাকিস্তান। আফগানিস্তান ও শ্রীলঙ্কারও সম্ভাবনা আছে সেমিফাইনালের। তাই তাদেরও অন্তত দুই ম্যাচ হারতে হবে। তাহলেই কেবল বিশ্বকাপের সেমিফাইনালে যাবে পাকিস্তান।