যে কারণে শেষ ওভারে আফিফ; করলেন বাজিমাৎ

এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দল মালয়েশিয়ার কাছে প্রায় হারতেই বসেছিল বাংলাদেশ। তবে রুদ্ধশ্বাস এই ম্যাচে আফিফ হোসেনের ঘূর্ণি জাদুতে ২ রানের নাটকীয় জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল।

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে মালয়েশিয়ার দরকার ছিল মাত্র ৫ রান। তখনো দলটির হাতে ছিল ৩ উইকেট এবং স্ট্রাইকে সেট ব্যাটার ভিরেন্দীপ সিং। এমন পরিস্থিতিতে আফিফ হোসেন ধ্রুবর হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান।

অধিনায়কের এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত পদকের লড়াইতে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিদের। তাই ম্যাচ শেষে ওই ওভার নিয়েই বেশি কথা বলতে হয়েছে সাইফকে। তার ভাষ্য, আমাদের বোলিং অপশন লিমিটেড ছিল। উইকেট স্লো এবং আফিফ ভালো বল করেছে তাই আফিফকেই শেষ ওভার দেয়া হয়েছে।

সাইফ আরও যোগ করেন, শেষ ওভারে ব্যাকফুটে থাকলেও জয়ের আত্মবিশ্বাস ছিল। আমরা অবশ্যই ব্যাকফুট থেকে শেষ ওভার শুরু করেছিলাম; এরপরও বিশ্বাস ছিল একটা উইকেট নিতে পারলে জিতব। আফিফ সেই কাজটি করেছে। সবচেয়ে বড় কথা আমরা কখনো ম্যাচ ছেড়ে দেইনি।

সেমিফাইনাল নিয়ে অধিনায়কের মন্তব্য, ভারত অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ আমরা আগামীকাল তাদের নিয়ে পরিকল্পনা করব।