সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধনকালে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ আসর- এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চাইলেন সাকিব আল হাসান। দোকানটির উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও।
উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব থাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি সেখানে উপস্থিত হন। সে সময় সাকিব বলেন, ‘আপনারা জানেন, আমাদের দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে- এশিয়া কাপ ও বিশ্বকাপ। আমরা সেখানে ভালো করতে অঙ্গীকারবদ্ধ। আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো খেলতে পারি।’
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গত মাসে দেশ ছেড়েছিলেন সাকিব। সেখানে কিছু ম্যাচ খেলে পরবর্তী সময়ে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দেন তিনি।
উল্লেখ্য, দুটি ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণের দোকানের উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাত যান সাকিব।