যে কারণে এশিয়া কাপ ছেড়ে হঠাৎ দেশে ফিরছেন মুশফিক!

SportsZone24 SportsZone24

হঠাৎ শোনা যাচ্ছে এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরতে পারেন টাইগারদের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকালের ম্যাচের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ ক্রিকেট দলের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, স্ত্রী সন্তানসম্ভবা। তাই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন।

দ্বিতীয় সন্তানের আগমনের এই সময়টাতে তিনি স্ত্রীর পাশে থাকতে চাইছেন। এ জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় ফিরতে চান মুশফিক। তিনি টিম ম্যানেজমেন্টকেও এ বিষয়টি অবহিত করেছেন।

তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই আবার দলে ফিরতে পারেন মুশফিক। সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা।