ব্রাজিলে ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে দু’র্ঘট’নায় প্রাণ গেল ৭ জনের

মর্মান্তিক ঘটনা ঘটে গেল ব্রাজিলের ফুটবল অঙ্গনে। প্রিয় দলের খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনার প্রাণ হারালেন ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের সাতজন সমর্থক। এ ঘটনায় আহত হয়েছেন ২৭ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাজিলের প্রদেশ মিনা জেরাইসের একটি মহাসড়কে রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
রবিবার ব্রাজিলিয়ান সিরি আ লিগে ক্রুজেইরোর মুখোমুখি হয়েছিল করিন্থিয়ান্সের। ম্যাচটি দেখতে করিন্থিয়ান্সের সমর্থকরা বাস ভর্তি করে প্রদেশটির রাজধানী বেলো হরিজন্তে গিয়েছিলেন। ম্যাচটি দেখে ফেরার পথে রাত ২টা ৫০ মিনিটের দিকে বাসটি ব্রেক ফেইল করে একটি খাদে পড়ে উল্টে যায়।

বাসে মোট ৪৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাসপাতালে ভর্তি থাকা আহতদের মাঝে একজনের অবস্থা গুরুতর। এই দুঃখজনক ঘটনায় করিন্থিয়ান্সের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছে ক্লাবটি।

ব্রাজিলের ফুটবল ফেডারেশন এবং অন্যান্য ক্লাবও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।