ব্যাট হাতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন মুজিব

SportsZone24 SportsZone24

এশিয়া কাপকে সামনে রেখে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং পাকিস্তান। এতে প্রথম ম্যাচে লজ্জার হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছিল আফগানরা, তবে শেষ ওভারের নাটকীয়তায় হেরে যেতে হয় তাতেও। এরপর শনিবার তৃতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় পরাজয় বরণ করতে হয়েছে।

তবে বাবর আজমের দলের কাছে হোয়াইটওয়াশ হওয়ার দিনেও দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন স্পিনার মুজিব উর রেহমান।

এদিন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল আফগানিস্তান। এক পর্যায়ে ৯৭ রানেই সাত উইকেট হারিয়ে ফেলে তারা। এরপরও আফগানদের দলীয় সংগ্রহ কাল ২০০ রানে পেরিয়েছিল মুজিবেরই কল্যাণে।

৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি খেলেছেন এক ঝোড়ো ইনিংস, আর তাতেই গড়েছেন আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড।

মুজিবের কল্যাণেই কাল আরো একটি লজ্জার হার এড়াতে পেরেছে আফগানিস্তান। ব্যাট হাতে মাঠে নেমেই তিনি শুরু করেন তাণ্ডব, সমান পাঁচটি করে চার ও ছয়ে তিনি করেছেন ৩৭ বলে ৬৪ রান। হয়তো আরো কিছু দূর যেতে পারতেন।

তবে শাহিন আফ্রিদীর ওভারে হিট আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। ফলে শেষ পর্যন্ত ৫৯ রানের পরাজয় বরণ করতে হয় তাদের।