পাকিস্তানের বিপক্ষে বিশাল জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে লো স্কোরিং ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে ভারত। আজ মঙ্গলবার শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৪১ রানে। সুপার ফোরের দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে এশিয়া কাপের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়নরা।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত এদিন আগে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয়। জবাবে ৪১.৪ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ১৭২ রানে।
ব্যাট হাতে শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা ৫ চারে ৪১ ও দুনিথ ওয়েলালাগে ৩ চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৪২ রান। তার আগে বল হাতে ৫ উইকেট নেন তিনি। চারিথ আসালঙ্কার ব্যাট থেকে আসে ২২ রান।
বল হাতে ভারতের কুলদীপ যাদব ৯.৩ ওভারে ৪৩ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।
সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। আর বৃহস্পতিবার শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।