বিশ্বকাপে খেলা ১২ ক্রিকেটারকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে পাপুয়া নিউগিনির বিপক্ষে। কিন্তু জয়ী ম্যাচে তাদের খেলা মন ভরাতে পারেনি সমর্থকদের। এরই মধ্যে বুধবার (৫ জুন) ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিকাইল লুইস। এক সিরিজ পর দলে ফেরানো হয়েছে জেসন হোল্ডার ও জেডেন সিলসকে। আর বিশ্বকাপ খেলা স্কোয়াড থেকে রয়েছেন তিনজন ক্রিকেটার। তারা হলেন- আলজারি জোসেফ, শামার জোসেফ ও গুদাকেশ মোটি।

গত জানুয়ারিতে দুবাইয়ের আইএলটি-টোয়েন্টিতে খেলার জন্য অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ থেকে নাম সরিয়ে নেন জেসন হোল্ডার। এরপর ফর্মে ফিরলেও ইনজুরির কারণে ঘরের মাঠের হওয়া চলমান বিশ্বকাপে খেলতে পারছেন না তিনি। তবে ইংলিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগেই তার সেরে ওঠার সম্ভাবনা দেখছে ক্যারিবিয়ানরা।

কাঁধে চোট থাকায় অস্ট্রেলিয়া সফরে খেলা হয়নি সিলসের। মাঠে ফিরে সাক্সেসর হয়ে ছন্দে আছেন তিনি। কাউন্টি ডিভিশন টু-এ এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ২২ বছর বয়সী পেসার। হোল্ডার ও সিলস ছাড়াও ক্যারিবিয়ান দলটির পেস বিভাগে দুই জোসেফের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ কেমার রোচ।

https://x.com/windiescricket/status/1798037167786344488?t=vnuJhA4c00q75gfdd3xpbg&s=19