প্রায় দেড় মাসের বিশ্বকাপ ক্রিকেট শেষ হলো ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের পর্দা নামার পর আজ সোমবার বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারলেও সেরা একাদশে ৬ জন রয়েছে ভারতের। দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এছাড়াও আছেন বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামি।
দলে নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জ্যাম্পা। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলা দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা হয়েছে কুইন্টন ডি ককের। এছাড়া নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে রাখা হয়েছে একজন করে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার জেরাল্ড কোয়েটজিকে।
বিশ্বকাপের সেরা একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী): কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, দিলশান মাদুশঙ্কা, অ্যাডাম জ্যাম্পা, মোহাম্মদ শামি।
দ্বাদশ ব্যক্তি: জেরাল্ড কোয়েটজি।