বিশ্বকাপের মাঝেই পাকিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি

ভারতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বৈশ্বিক এ টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের খেলা ছয় ম্যাচের মধ্যে এক জয়ের বিপরীতে পাঁচ পরাজয় দেখেছে লাল-সবুজেরা। এদিকে বিশ্বকাপের মাঝেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৩০ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে আসন্ন এ সিরিজের জন্য টাইগ্রেস দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই ১৬ সদস্যের এ দল ঘোষণা করেছে বিসিবি। বিসিবির ঘোষিত এ দলে নেই বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। জাতীয় দলের জার্সিতে লম্বা সময় ধরেই দলের বাইরে থাকা জাহানারা চলতি বছরের মে’তে সর্বশেষ ম্যাচ খেলেছেন।

অন্যদিকে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুনের। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও উপেক্ষিত এই দুই সিনিয়র ক্রিকেটার। তবে জাহানারা সুযোগ না পেলেও স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন সালমা। তার সঙ্গে আরও দুই ক্রিকেটার শরিফা খাতুন ও শারমিন আক্তার সুপ্তাকে রাখা হয়েছে।

এদিকে ১৬ জনের স্কোয়াডে সুলতানা খাতুনের খেলা নিয়ে শঙ্কা আছে। কেননা, ওয়ানডে সিরিজ তিনি খেলবেন কি, খেলবেন না; তা তার ফিটনেস টেস্ট উতরানোর ওপরেই নির্ভর করছে। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। এ ছাড়া সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ৭ ও ১০ নভেম্বর। সকাল সাড়ে ৯টা থেকে মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে।

বাংলাদেশের ওয়ানডে দল : নিগার সুলতানা জ্যোতি-(অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, সুলতানা খাতুন*

স্ট্যান্ডবাই : সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার