বাংলাদেশ দলের যোগ দিয়েছেন ওপেনার লিটন দাস তবে খারাপ খবর এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল শান্তকে আর এশিয়া কাপে পাচ্ছে না বাংলাদেশ।
আফগানিস্তান ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর চোট হ্যামস্ট্রিংয়ে। আফগানিস্তানের বিপক্ষে বিশাল জুটি গড়া মেহেদী হাসান মিরাজ ও নাজমুল, দু’জনেরই ক্র্যাম্প করেছিল। ১১৯ বলে ১১২ রান করার পর মিরাজকে ব্যাটিং থামিয়ে ফিরে আসতে হয়। নাজমুল আউট হয়ে ফিরে আসার পর আর ফিল্ডিংয়েও নামেননি।
আজ জানা গেল এশিয়া কাপেই খেলা হবে না শান্তর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ কথা।
এদিকে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল শান্ত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ আর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের দারুন খেলেন শান্ত।
@BCBtigers https://t.co/ECzE9jv88y
— SportsZone24 (@Sportszone24bd) September 5, 2023