ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ উত্তাপ ছড়াতে পারেনি তেমন। শুরুতে লড়াই জারি রাখলেও একসময় খেই হারিয়ে ফেলে পাকিস্তান। সহজ জয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো রোহিত শর্মার ভারত।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার (১৪ অক্টোবর) বাবর আজমদের বিপক্ষে হেসেখেলে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। এই ম্যাচ নিয়ে ওয়ানডে বিশ্বকাপের এখন পর্যন্ত মোট ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই মোকাবিলায় প্রত্যেকবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।
Virat Kohli was engrossed in a conversation with Babar Azam. Kohli willingly fulfilled Babar's request and promptly presented him with his signed jersey.
Video Credit: @ICC #BabarAzam𓃵 #ViratKohli𓃵 #indvspak2023 #CWC23 #Ahmedabad #WorldCup2023 pic.twitter.com/gLvGNAvS7k
— Vikrant Gupta 🏏 (@VikrantGupta75) October 14, 2023
প্রতিপক্ষের লক্ষাধিক দর্শকের সামনে এমন লজ্জার হারে খানিকটা অস্বস্তিতেই থাকার কথা পাকিস্তান দলের। অধিনায়ক বাবর আজমের বেলায় তো সেটা আরও সত্যি। তবে ম্যাচের পর দারুণ কিছুই হয়েছে তার সঙ্গে।
Virat Kohli gifted his signed shirt to Babar Azam ♥️ as a Good well Gesture 🔥👏 #INDvsPAK | #INDvPAK |#PAKvIND | #PAKvsIND | #ViratKohli𓃵 | #BabarAzam𓃵 | #BabarAzam | #CWC23 |#Ahmedabad #IndiaVsPakistan pic.twitter.com/zx4xV3XYDg
— Vikrant Gupta 🏏 (@VikrantGupta75) October 14, 2023
বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার কে? এমন প্রশ্নের উত্তরে বাবর আজম এবং বিরাট কোহলির নামই আসবে সবচেয়ে বেশি। অনেকে তো মেসি-রোনালদোর মতো চিরপ্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়েছেন এই দুজনকে। তবে মাঠের বাইরে কোহলি-বাবর সম্পর্ক ঠিক কতোটা মধুর সেটা আবারও প্রমাণ করলেন এই দুজন।
শনিবার ম্যাচ শেষে বাবর আজমকে নিজের জার্সি উপহার দিয়েছেন বিরাট কোহলি। ম্যাচশেষে টিভি স্ক্রিনে দেখা যায়, মাঠের এক কোণায় একসঙ্গে দাঁড়িয়ে আছেন বিরাট এবং বাবর। এসময় কোহলিকে তার জার্সি তুলে দিতে দেখা যায় বাবরের হাতে। প্রতিবেশী দেশের তারকা এই ক্রিকেটারের জার্সি নিঃসন্দেহে আরও অনুপ্রেরণা জোগাবে বাবরকে।
এদিকে, ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও শেষদিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তাতে ১৯১ রানেই থেমে যায় বাবরদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
৬৩ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৬২ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন শ্রেয়াস আইয়ার। বোলারদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বুমরাহ, সিরাজ, কুলদীপ, হার্দিক এবং জাদেজা।