চলমান ওয়ানডে বিশ্বকাপে যাত্রাটা দুর্দান্তভাবেই শুরু করেছে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারায় তারা। সহজ জয় পেয়েছে ডাচদের বিপক্ষেও। নিজেদের তৃতীয় ম্যাচে কিউইরা লড়বে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচের আগে ‘স্বস্তির খবর’ পেয়েছে তারা। শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানান, বাংলাদেশের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন দলটির অভিজ্ঞ ফাস্ট বোলার টিম সাউদি। একই সঙ্গে কেন উইলিয়ামসন যেভাবে উন্নতি করছে তাতে টাইগারদের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে দলটির নিয়মিত অধিনায়ককেও। বাংলাদেশের বিপক্ষে ফেরার মতো ‘ভালো অবস্থায়’ রয়েছেন উইলিয়ামসন।
আরও পড়ুন: লজ্জার রেকর্ড গড়লেন ভারতের তারকা ক্রিকেটার
কেন উইলিয়ামসনের বর্তমান অবস্থা তুলে ধরে গ্যারি স্টিড বলেন, ‘তার অবস্থার অনেক উন্নতি ঘটেছে। বিশেষ করে শেষ ৫-৬ দিন দারুণ দেখাচ্ছে তাকে। বর্তমানে তার মধ্যে ইনজুরির কোনো লক্ষণ নেই। উইলিয়ামসনকে দেখে মনে হচ্ছে ৫০ ওভারের ম্যাচ খেলার মতো ফিট তিনি। তার বর্তমান অবস্থানে আমরা খুশি । এই পর্যায়ে তাকে দেখে খেলায় ফেরার মতো অবস্থানে আছে বলেই মনে হচ্ছে।’
এদিকে, ইনজুরি কাটিয়ে সাউদিও মাঠে নামার জন্য প্রস্তুত। অভিজ্ঞ এই পেসার ইস্যুতে স্টিড বলেন, ‘আগামী ম্যাচের জন্য সাউদিকে পাওয়া যাবে। তার ইনজুরিগ্রস্ত বৃদ্ধাঙ্গুলটি ভালোভাবেই ঠিক হয়েছে। বিগত কয়েকটি অনুশীলন সেশনে পুরোপুরি সামর্থ্য দিয়েই বল করতে পেরেছেন তিনি।’