বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

SportsZone24 SportsZone24

এ মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সিলেট ও ঢাকায় খেলবে দুটি টেস্ট। সেই সফরের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। যেখানে রাখা হয়েছে ৫ স্পিনারকে।

এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার তো আছেনই। তাদের সঙ্গে যোগ হয়েছেন রাচিন রবীন্দ্র ও ইশ সোধি। হাত ঘোরানোর জন্য আছেন গ্লেন ফিলিপসও।

SportsZone24 SportsZone24

টিম সাউদিকে অধিনায়ক করে দুই টেস্ট সিরিজের দলে ফেরানো হয়েছে কেইন উইলিয়ামসনকেও।

বাংলাদেশের কন্ডিশনের কথা চিন্তা করেই একঝাঁক স্পিনার নিয়ে দল সাজানো হয়েছে। নিউজিল্যান্ড দলের নির্বাচক স্যাম ওয়েলস সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমরা এমন একটা দল সাজিয়েছি, যারা বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এজাজ, ইশ, মিচ, গ্লেন ও রাচিন, ওদের মধ্যে আমরা ভালো একটা স্পিন আক্রমণ পাচ্ছি। বৈচিত্র্যও আছে যথেষ্ট। আশা করি, সিরিজের বিভিন্ন সময় ওরা কার্যকর ভূমিকা পালন করবে।’

নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে ২১ নভেম্বর। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।