বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

SportsZone24 SportsZone24

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে ২০২৩-২০২৪ মৌসুমে নিজেদের মাঠে সিরিজের সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এক বিজ্ঞপ্তি এই তিন দেশের সফরের সূচি প্রকাশ করে প্রোটিয়ারা।

তিন ম্যাচের ওয়ানডে ও তিন টি–টোয়েন্টি খেলতে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী দলের দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে। ম্যাচগুলো ইস্ট লন্ডন, বেনোনি, কিম্বার্লি ও পচেফস্ট্রুমসহ মোট চারটি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আসন্ন এই সিরিজ নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ফোলেৎসি মোলেস্কি বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ নিতে প্রোটিয়া নারী দল প্রস্তুত। এই সফরগুলো থ্রিলিং হবে এবং দলের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ করে দেবে।’

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

৩ ডিসেম্বর ২০২৩ ১ম টি–টোয়েন্টি উইলোমুর পার্ক, বেনোনি
৬ ডিসেম্বর ২০২৩ ২য় টি–টোয়েন্টি কিম্বারলে ওভাল, কিম্বারলে
৮ ডিসেম্বর ২০২৩ ৩য় টি–টোয়েন্টি কিম্বারলে ওভাল, কিম্বারলে

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের সময়সূচি

১৬ ডিসেম্বর ২০২৩ ১ম ওয়ানডে বাফেলো পার্ক, ইস্ট লন্ডন
২০ ডিসেম্বর ২০২৩ ২য় ওয়ানডে জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
২৩ ডিসেম্বর ২০২৩ ৩য় ওয়ানডে উইলোমুর পার্ক, বেনোনি