এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ও বাঁচা-মরার ম্যাচে ৮৯ রানের বিশাল ব্যাবধানে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ৩৩৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে আফগানিস্তান গুটিয়ে গেছে ২৪৫ রানে। আর তারই সাথে সুপারের ফোরে টাইগাররা। এমনটা জানিয়েছে ক্রিকইনফো।
ম্যাচের আগে নিজেদের ফেবারিট দাবি করেছিলেন আফগানিস্তান কোচ জোনাথন ট্রট। আর মাঠের খেলায় আফগানদের সঙ্গে নিজেদের উচ্চতার পার্থক্যটা বুঝিয়ে দিল বাংলাদেশ। হাসমতুল্লাহ শহিদির দলকে ৮৯ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।
এদিকে এই জয়ে সুপার ফোরে সাকিব আল হাসানের দল। কারও ওপর নির্ভর না করে সুপার ফোরে উঠতে আফগানদের আজ ২৭৯ রানের মধ্যে থামাতে হতো। টাইগার বোলাররা সেটাই করে দেখিয়েছেন। অপরাজিত ১১২* রান এবং ১ উইকেট নিয়ে ম্যাচসেরা মেহেদি মিরাজ।
A brilliant fightback from Shakib Al Hasan's side after losing the first match against Sri Lanka 👏
Bangladesh have bounced back with a huge win today in Lahore! #AFGvBAN #AsiaCup2023
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 3, 2023