ফখরের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড; ৪০১ রান করা নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান

SportsZone24 SportsZone24

এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচই বলা চলে। নিউজিল্যান্ডের দেয়া ৪০২ রানের জবাবে ব্যাট করতে নেমে চাপে না পড়ে উল্টো কিউই বোলারদের চাপে ফেলে পাকিস্তান। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং চালায় দলটির ওপেনাররা। বিশেষ করে ফখর জামান যেন এদিন ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ৬৩ বলে পাকিস্তানের হয়ে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ফখর।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪০১ রান করেও পরাজয় থেকে রক্ষা পেলো না কিউইরা। ডাকওয়ার্থ লুইস মেথডে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে পাকিস্তান।

SportsZone24 SportsZone24

এদিন রচিন রবীন্দ্রের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করে। জবাবে ২৫.৩ ওভারে পাকিস্তান ২০১ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। আর খেলা না হলে পাকিস্তান জয় পায় ২১ রানে।

পাকিস্তানের পক্ষে ফখর জামান ৮১ বলে ১১ ছক্কায় ১২৬ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার জিতেন।