এশিয়া কাপের পাকিস্তান ভারত হাইভোল্টেজ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছ। তবে দিন বলাতে দারুণ ছিল পাকিস্তানি পেশাররা। ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটারই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এই ম্যাচের আগে, শেষ বারের মতো ওডিআই-তে ভারতের শীর্ষ তিন ব্যাটার বোল্ড হয়েছিলেন ২০১২ সালের ডিসেম্বরে। আর সেটাও পাকিস্তানের বিরুদ্ধেই।
আর এবার রোহিত, কোহলি এবং শুভমন- তিন তারকাই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানের পেস আক্রমণ ভারতের বিরুদ্ধে শনিবার গড়ে ফেলল নয়া নজির। পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ ‘এ’র ম্যাচে ভারতকে ২৬৬ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। আর টিম ইন্ডিয়ার দশ উইকেটই তুলে নিয়েছেন তিন পাক পেসার। সেই সঙ্গে তাঁরা একটি অনন্য নজির গড়ে ফেলেছেন।
শাহিন আফ্রিদি যেখানে রোহিত শর্মা (১০), বিরাট কোহলি (৪), হার্দিক পান্ডিয়া (৮৭) এবং রবীন্দ্র জাদেজাকে (১৪) সাজঘরে ফিরিয়েছেন।
Shaheen Shah Afridi Gets-
Rohit Sharma – India's Skipper
Virat Kohli – The King of Cricket
Hardik Pandya – India Vice Captain
Ravindra Jadeja – Number 1 All RounderHe owns India Top & Middle Order Batters 🥵❤️#INDvsPAK #PAKvIND #ShaheenShahAfridi pic.twitter.com/mvGHZj5iCY
— 𝗛𝗮𝘀𝘀𝗮𝗻 𝗭𝗮𝗵𝗶𝗱¹⁰ | 🇦🇪 (@Iam_hassan10) September 2, 2023
নাসিম শার্দুল ঠাকুর (৩), কুলদীপ যাদব (৪) এবং জাসপ্রীত বুমরাহের (১৬) উইকেট নেন।
অন্যদিকে শুভমান গিল (১০), শ্রেয়স আইয়ার (১৪) এবং ইশান কিষাণের (৮২) উইকেট নিয়েছেন রউফ।
পাকিস্তানের তিন পেসার মিলে এদিন মোট ২৭.৫ ওভার বল করে ১২৯ রান দিয়ে ১০ উইকেট তুলে নিয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের পেস-আক্রমণ বিশ্বের সেরা।