বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার (১৮ অক্টোবর) পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে গড়াবে খেলা। এই ম্যাচে লিওনেল মেসিকে রুখতে বিশেষ কৌশল রপ্ত করেছে পেরুর সমর্থকরা। আর্জেন্টাইন অধিনায়ক যাতে চোটের কারণে খেলতে না পারে, সেজন্য কালো জাদুর শরণাপন্ন হয়েছে দেশটির বাসিন্দারা।
রাজধানী লিমার জাতীয় স্টেডিয়ামের সামনে ওঝাসহ জড়ো হয় সমর্থকরা। এ সময় তলোয়ার, তাবিজ এবং পুতুল ব্যবহার করতে দেখা গেছে তাদের। প্রত্যাশা মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়রা যেন মাঠে বিশেষ সুবিধা না করতে পারে।
তাদের ভাষ্য, আমরা ঔষধি গাছ এবং তামাক প্রস্তুত করেছি, যাতে মেসিকে প্রতিহত করা যায়। তিনি আবারও ইনজুরিতে পড়বেন। মেসির নিয়ন্ত্রণ এখন আমাদের কাছে।
তন্ত্র-মন্ত্রের মাধ্যমে আগেই তারা মেসিকে ইনজুরিতে ফেলতে চান। বিশ্বকাপজয়ী অধিনায়কের ছবির সামনে শঙ্খ বাজাতে দেখা যায়। মেসির জার্সি ও একটি পুতুলে চাবুক চালায় তারা।
তাদের দাবি, আমি মেসির উরুতে চাবুক মেরেছি, তাকে জোরে আঘাত করেছি। কারণ, তার এখানে চোট রয়েছে। যাতে খেলতে নেমে আরও ব্যথা অনুভব করে আর না খেলেই মাঠ ছেড়ে যায়। আমার চাওয়া ম্যাচের ফল পেরুর পক্ষে আসুক। মেসি একাই ব্যবধান গড়তে সক্ষম। তাকে প্রচণ্ড আঘাত করেছি। আমরা জানি পেরুই জিতবে।
গেল মাসে আর্জেন্টিনার হয়ে ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান মেসি। অন্যদিকে ইন্টার মায়ামির জার্সিতে খেলার সময় আবারও চোটের কবলে পড়েন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি।
পেরুর সমর্থকরা অবশ্য আর্জেন্টিনার কোচের কথা শুনলে কিছুটা নিরাশই হবে। ফুল ফিট অধিনায়ককে পাওয়া নিয়ে আশাবাদী স্কালোনি।
তার ভাষ্য, আমরা সবাই মেসিকে একাদশে রাখতে চাই। যদি তিনি ঠিক থাকেন তাহলে পুরোটা সময়ই খেলবেন। তা না হলে আমাদের বিকল্প ভাবতে হবে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে তিন ম্যাচে সমান জয়ে ৯ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে দুটি হার ও একটি ম্যাচে ড্র করে এক পয়েন্ট নিয়ে পেরুর অবস্থান নয়ে।