পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে যুক্ত হলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টুইটারে সাকিবের একটি ভিডিও পোস্ট করে তার যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পিএসএল।
এ নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। তার আগে নতুন আসরের জন্য খেলোয়াড়দের নিলাম হতে পারে আগামী ১৪ ডিসেম্বর।
ড্রাফটে মোট ছয় ক্যাটাগরিতে বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে ৪৯৩ জন। বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। এরমধ্যে সাকিব আল হাসানকে রাখা হয়েছে সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে। ৩৬ বছর বয়সী সাকিবকে দলে নিতে চাইলে ফ্র্যাঞ্চাইজিকে খরচ করতে হবে কমপক্ষে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।
এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)।
আরও চারটি ক্যাটাগরি আছে। গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে ক্যাটাগরিতে বাংলাদেশের কারা আছেন সেটি এখনও জানানো হয়নি তবে ২৮ জনের নাম আছে বলেও জানায় পাকিস্তানি গণমাধ্যম।
এর আগেও সাকিব পিএসএলে তিনটি আসরে খেলেছেন। ২০১৬ সালে টুর্নামেন্টের প্রথম মৌসুমে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০১৭ এবং এ বছর ছিলেন পেশোয়ার জালমিতে। গত ফেব্রুয়ারিতে ‘রিজার্ভ সাপ্লিমেন্টারি পিক’ হিসেবে পেশোয়ারে নাম লেখালেও এক ম্যাচ খেলেই পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব।
তবে চোট কাটিয়ে, জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সে পর্যন্ত কতটা প্রস্তুত হয়তে পারেন মাঠে নামার জন্য সেটিই এখন দেখার বিষয়।