এশিয়া কাপের আগে নিজেদের পেস ডিপার্টমেন্টের শক্তিমত্তা দেখালো পাকিস্তান। আফগানিস্তানকে ধসিয়ে ১২৪ রানের বড় জয় দিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ তে লিড নিলো বাবর আজমরা।
জয়ের জন্য লক্ষ্যটা ছিল ৩০০ বলে ২০২ রানের। হাম্বানটোটার উইকেটে সহজ সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসারদের সামনে পাত্তাই পেলো না আফগানিস্তান। এক হারিস রউফের পেস তোপে পুরো ধসে পড়ে আফগান শিবির। ৫৯ রানেই অল আউট হতে হয় গুরবাজ-মোহাম্মদ নাবিদের।
শ্রীলঙ্কার হাম্বানটোটায় টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আফগান পেস তোপের মুখে পড়ে পাকিস্তান। দলের স্কোরবোর্ডে ৭ রান তুলতেই সাজঘরে ফিরে যান বাবর আজম ও ফখর জামান।
উইকেটে থিতু হয়ে বসার চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ ও শাদাব খানের পক্ষে। রিজওয়ান মাঠ ছাড়েন ২১ রানে, ইফতিখার ৩০ ও শাদাব করেন ৩৯।
তবে উইকেটের একপ্রান্ত আগলে ধরে প্রতিরোধ গড়ে তোলেন ইমাম উল হক। ৯৪ বলে ৬১ রান করে তিন ইমাঠ ছাড়লেই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।
শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে আফগানিস্তানের সামনে ২০১ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান।
আফগানদের হয়ে তিন উইকেট নেন মুজিব উর রহমান। দুটি করে উইকেট নেন মোহাম্মদ নাবি ও রাশিদ খান। একটি করে উইকেট যায় ফজল হক ফারুকি ও রহমত শাহের ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে হারিস রউফ, শাহিন আফ্রিদি ও নাসিম শাহের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন আফগান ব্যাটাররা। একমাত্র রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরযাইয়ের পক্ষে ছোঁয়া সম্ভব হয় দুই অঙ্কের রানের ইনিংস।
They woke up and chose destruction 🔥
Pakistan did not give Afghanistan a whiff in the chase today!#AFGvPAK SCORECARD: https://t.co/5flMOUDwfv pic.twitter.com/TU5T2Cid7D
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 22, 2023
বাকিরা মাঠ ছাড়েন এক অঙ্কের ঘরে আটকে থেকেই। পাক পেসারদের তোপে মাত্র ৫৯ রানেই থেমে যায় আফগানদের ইনিংসের চাকা।
পাকিস্তানের হয়ে হারিস নেন ৫টি উইকেট। দুটি উইকেট নেন শাহিন আফ্রিদি। একটি করে উইকেট যায় নাসিম ও শাদাবের ঝুলিতে।