নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেই দারুণ সুখবর মিলবে বাংলাদেশের

এশিয়া কাপ শেষেও বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। ইতোমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার লক্ষ্যে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। সাকিব-মুশফিকদের ছাড়াই কিউইদের বিপক্ষে লড়বে টাইগাররা। বিশ্বকাপের আগে সর্বশেষ এই ওয়ানডে সিরিজে ঘরের মাঠে সফরকারীদের হোয়াইটওয়াশ করলেই সুখবর পাবে বাংলাদেশ দল।

সফরকারী নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠে যাবে টাইগাররা। কিউইদের বিপক্ষে তিন জয়ে তখন টাইগারদের রেটিং পয়েন্ট হবে ৯৯।

হোয়াইটওয়াশের পরিবর্তে রিয়াদ-লিটনরা যদি সিরিজ ২-১ এ জিতে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৬। সেক্ষেত্রে টাইগারদের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না।

ঘরের মাঠে টাইগাররা যদি নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় তাহলে আটে নেমে যাবে লিটন-তামিমরা। বাংলাদেশকে পেছনে ফেলে তখন সাতে উঠে যাবে শ্রীলঙ্কা। বর্তমানে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে বাংলাদেশ।