
আজ ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে ফিফা র্যাংকিং। র্যাংকিংয়ে শীর্ষে দশে কোন পরিবর্তন আসেনি। যথারীতি শীর্ষে আছে বেলজিয়াম আর দুইয়ে আছে ফ্রান্স এবং তিনে আছেন ব্রাজিল। তবে র্যাংকিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের।
ফিফা র্যাংকিংয়ের তালিকার দশের দল গুলো হল: বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, পর্তুগাল, উরুগুয়ে, সুইজারল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক।
তালিকায় আর্জেন্টিনা আছে ১১ নম্বরে। জার্মানীর অবস্থান ১৬ নম্বরে। নেদারল্যান্ড আছে ১৪ নম্বরে।
এদিকে নতুন প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বিশাল চমক দেখিয়েছে এশিয়ার দল গুলো। ইরান সাত ধাপ এগিয়ে উঠে এসেছে ইরান। জাপান ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছে ২৭ নম্বরে। রিপাবলিক অব কোরিয়া ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছে ৩৮ নম্বরে। এশিয়ান কাপ জয়ী কাতার ৩৮ ধাপ এগিয়ে উঠে এসেছে ৫৫ নম্বরে।
র্যাংকিংয়ে ১৯২ তম অবস্থানে আছে বাংলাদেশ।