বিশ্বকাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর মূল নায়ক পাকিস্তানের ফখর জামান। ৪০২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন তিনি। বৃষ্টি আইনে পাকিস্তানের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন এই ব্যাটার। ৮১ বলে ১২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। একই সঙ্গে পিসিবি চেয়ারম্যানের পক্ষ থেকেও পেয়েছেন সুসংবাদ।
অবিশ্বাস্য জয়ের পর ফখর জামানের সঙ্গে কথা বলেছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি ফখরের ব্যাটিংয়েরও প্রশংসা করেন তিনি। কিউই বোলারদের তুলোধুনা করে দুর্দান্ত ইনিংস খেলায় ফখর জামানকে প্রায় চার লাখ টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দেন জাকা আশরাফ।
ফখর জামানের প্রশংসা করেছেন অধিনায়ক বাবর আজমও। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা যখম ড্রেসিং রুমে আসি তখন সবাই এটাই বলেছে যে আমাদের একটা বড় জুটি দরকার। ফখরকে বলেছিলাম, সে যদি ১৫ ওভার থাকে তাহলেই আমরা এগিয়ে থাকবো ওদের থেকে।