তামিমের বিশ্বকাপ দলে না থাকার যে ব্যাখ্যা দিলেন নান্নু

গত রাত থেকে আলোচনাটা চাউর হতে থাকে। বিশ্বকাপ দলে তামিম ইকবালকে চাচ্ছেন না অধিনায়ক ও কোচ। মধ্যরাতে বিসিবি সভাপতির সঙ্গে সাকিব আল হাসান ও চন্দিকা হাতুরাসিংহের বৈঠক সেই আলোচনা আরো উচ্চকিত করে। শেষ পর্যন্ত তামিম আলোচনার অবসান হয়েছে আজ বিশ্বকাপের দল ঘোষণার মাধ্যমে।

১৫ সদস্যের দলে রাখা হয়নি এই অভিজ্ঞ ব্যাটারকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দল দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিন নির্বাচক। সেখানে তামিমকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‌‌‌‘তামিম ইকবালের চোট নিয়ে চিন্তা অনেক দিন ধরে। এটা সবাই জানে। ও চোটের সঙ্গে যুদ্ধ করছিল, নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। এক ম্যাচ খেলার পর আবার একটা অভিযোগ এসেছে। সব কিছু মিলিয়ে, সব বিবেচনা করে তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছিল। সবাই আলোচনা করেই ঝুঁকি নিতে পারি নাই, কারণ বিশ্বকাপ অনেক দিনের ব্যাপার, অনেকগুলো ম্যাচ আছে।‌‌‌‌‌‌‌‌’

টিম ম্যানেজমেন্ট থেকে মেডিক্যাল বিভাগ, সবার সঙ্গে আলোচনা করে তামিমকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে মিনহাজুল বলেছেন, ‌‌‌‌‌‌‌‌‘এখানে সার্বিকভাবে সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিক্যাল টিম থেকে আপডেট নেওয়া হয়েছে। আমরাও সবাই মিলে আলোচনা করেছি, এরপর সিদ্ধান্তটা এসেছে। এমন না যে মেডিক্যাল টিম থেকে না জেনে, কারো সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কাছে মেডিক্যালের আপডেট আছে। সবারই আপডেট আছে, তার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‌‌‌‌‌‌‌‌’

আনফিট তামিম দলে থাকলে সাকিব বিশ্বকাপে যাবেন না বলে শোনা যাচ্ছিল। এ ব্যাপারে অবশ্য কিছুই জানেন না মিনহাজুল, ‌‌‌‌‌‌‌‌‘আমরা এ ধরনের জিনিস জানি না। মিডিয়ায় অনেক কিছু দেখেছি। কিন্তু এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে ছিল না।‌‌‌‌‌‌‌‌’