আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছর সেপ্টেম্বর মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মোট ১ মাস ভারতে অবস্থান করবে টাইগার বাহীনি। এই সময়ে ভারতের বিপক্ষে দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। নেই কোনো ওয়ানডে।
সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ভারতে। সেখানে স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ খেলে দেশে ফিরেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের পর পারফরম্যান্সে উন্নতির ছোঁয়া লেগেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে এবং ঘরের বাইরে এসেছে স্মরণীয় সব জয়।
বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে লড়ছে টাইগাররা। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার আগে টি-টোয়েন্টি সিরিজটা লঙ্কানদের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজ শেষে ঘরের মাঠে আছে জিম্বাবুয়ে সিরিজ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
উল্লেখ্য, ভারত সফরে এখন পর্যন্ত মাত্র ৩ টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যেখানে জয় নেই কোন ম্যাচেই। অবশ্য টি-টোয়েন্টিতে পারফরম্যান্স কিছুটা ভাল বলা যায়। সবশেষ ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভালো প্রতিযোগিতা করেছিল টাইগাররা। শেষ পর্যন্ত সিরিজ জয় সম্ভব না হলেও ১ টি ম্যাচে জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত টাইগারদের ভারত সফরে সুখস্মৃতি কেবল এই একটিই। কেননা ওয়ানডেতেও নেই কোন জয়।