জানি না ভাই, উইকেট সম্বন্ধে কোনো আইডিয়া নেই; মিরপুরের উইকেট নিয়ে লিটন

ঘরের মাঠে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের ম্যাচগুলো।

এই ভেন্যুটি টাইগারদের একেবারে নিজেদের হাতের তালুর মতোই পরিচিত। কোনো সময় হোম অব ক্রিকেটের উইকেট কেমন আচরণ করে, কেমন থাকে মাঠের কন্ডিশন সেগুলো অজানা না জাতীয় দলের ক্রিকেটারদের।

কিন্তু সিরিজের প্রথম ওয়ানডের আগের দিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন কুমার দাস দিলেন সম্পূর্ণ ভিন্ন তথ্য।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটনকে প্রশ্ন করা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন উইকেট আশা করছেন। উত্তরে লিটন জানিয়েছেন উইকেট সম্পর্কে কোনো ধারণাই নেই লিটনের। যেমনই হোক না কেন সেটি দুই দলের জন্যই একই রকমের হবে।

লিটন বলেন, ‘জানি না ভাই। উইকেট সম্বন্ধে এখনও কোনো আইডিয়া নেই, যাই হবে দুই দলের জন্য একই হবে।’