জাতীয় দলে সুযোগ পেয়েই যা বললেন বিজয়

ভাইরাল জ্বরে স্কোয়াড থেকে ছিটকে গেছেন লাল-সবুজের সহ-অধিনায়ক লিটন দাস। ক্লাসিক এই ওপেনারের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটরক্ষক টপ-অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। বুধবার (৩০ আগস্ট) সকালে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন বেলা ২টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবেন বিজয়।

স্কোয়াডে ডাক পেলেও এশিয়া কাপের পুলে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারের ভেতর ছিলেন না বিজয়। কন্ডিশনিং ক্যাম্পেও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ ইমার্জিং দলেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন এই টপ-অর্ডার ব্যাটার।

বিজয়ের উপস্থিতি ছিল কেবলমাত্র বাংলাদেশ টাইগার্সে। সেখান থেকে হুট করেই যেন অজানা কোনো শক্তির প্রভাবে এশিয়া কাপের দলে জায়গা মিলেছে তার। সুযোগ পাওয়ার পর বিজয়ের দাবি, সুযোগ কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

তার (বিজয়) ভাষ্যমতে, আমাকে চট্টগ্রামে টাইগার্সের ম্যানেজার বলেছে, অনুশীলন করতে থাকো, ডাক আসতে পারে। ইনশাল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো সুযোগ কাজে লাগানোর জন্য।

ফেসবুকে পোস্টে বিজয় লিখেন, ‘আপাদের সবাইকে ধন্যবাদ যারা আমার জন্য দোয়া করেছেন। এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। ভালো কিছু করার প্রত্যাশা।’

লাল-সবুজের জার্সিতে ৪৪ ওয়ানডেতে ৩০ দশমিক ৫৮ গড় এবং ৭৪ দশমিক ১৫ স্ট্রাইক রেটে এক হাজার ২৫৪ রান করেছেন বিজয়। ওয়ানডে ক্রিকেটে তিন শতকের সঙ্গে পাঁচটি ফিফটি আছেন এনামুলের।

এদিকে দেশের হয়ে সবশেষ গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে খেলেছিলেন বিজয়। সেই সিরিজে তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করায় বাদ পড়েন এই ব্যাটার। এরপর ইংল্যান্ড-আফগানিস্তান-আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে আর ডাক পাননি তিনি।

অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। আবাহনীর হয়ে ১৬ ম্যাচে ৫৯ দশমিক ৫৭ গড় এবং ৯৭ দশমিক ৩১ স্ট্রাইক রেটে করেছেন ৮৩৪ রান। প্রিমিয়ার লিগে এনামুলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি।