চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট চূড়ান্ত, যেভাবে হবে খেলা

সময়ের সাথে সাথে কত কিছুই তো বদলে যায়। ফুটবল তার ব্যাতিক্রম নয়। চ্যাম্পিয়ন্স লিগের দুই মহা তারকা রোনালদো এবং মেসি এখন খেলছেন ইউরোপের বাহিরে ভিন্ন দুই লিগে। এমনকি এর পরের মৌসুম থেকে বদলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট ও , খেলা হবে নতুন ফরম্যাটে।

২০২৪-২৫ মৌসুম থেকে বদলে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের চলমান ফরম্যাট। চ্যাম্পিয়ন্স লিগ ৩২ দল নিয়ে খেলা হলেও এরপর থেকে তা পরিবর্তন হয় খেলা হবে ৩৬ দল নিয়ে। এমনকি থাকছে না কোন গ্রুপ পর্ব ও।

সবগুলো দলকে তাদের উয়েফা র‍্যাংকিং অনুযায়ী ৪টা পটে ভাগ করা হবে। কিন্তু তাদের কোন গ্রুপ থাকবে না। সবগুলো দলকে একটা সিঙ্গেল গ্রপে খেলানো হবে। সে অনুযায়ী ৩৬টা দল খেলবে ১টা সিঙ্গেল গ্রুপে। এতে বাড়বপ ম্যাচের সংখ্যা ও।

সবগুলো দলের ৮টা করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪টা হুম এবং ৪টা অ্যাওয়ে। কোন দল কোন দলের বিপক্ষে খেলবে সেটা নির্ধারণ করা হবে ড্রা কিংবা তাদের র‍্যাংকিং অনুযায়ী।

এই ৮টা করে ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট তালিকায় টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি কোয়ালিফাই করবে রাউন্ড ১৬ তে। এবং রাউন্ড ১৬ এর বাকি ৮ দল নির্ধারণ করা হবে পয়েন্ট টেবিলের ৯ থেকে ২৪ নাম্বারে থাকা দলগুলোর প্লে অফ খেলার মাধ্যমে।

এবং পয়েন্ট টেবিলের ২৫-৩৬ নাম্বারে থাকা দলগুলো বাদ হয়ে যাবে ইউরোপের সকল প্রকার প্রতিযোগিতা থেকে। কিন্তু ৯-২৪ নাম্বারে থাকা দলগুলোর মধ্যে যেসব দল রাউন্ড ১৬ তে যেতপ পারে নাই কিন্তু প্লে অফ খেলেছে তারা চলে যাবে ইউরোপের ২য় সারির প্রতিযোগিতায়। যেমন কনফারেন্স লিগ, ইউরোপা লিগ।

চ্যাম্পিয়ন্স লিগের চলমান ফরম্যাটে রাউন্ড ১৬ তে যে ড্র অনুষ্ঠিত হয় তা আর হবে না! রাউন্ড ১৬ এর খেলা অনুষ্ঠিত হবে অনেকটা প্লে অফের মতো, যেমন ১ নাম্বারে থাকা দল খেলবে ১৬ নাম্বারে থাকা দলের সাথে। মানে যে দল টেবিলের উপরে জয়গা করে নিতে পারবে সে সবসময় দুর্বল একটা প্রতিপক্ষ পাবে।

কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত লিগ চলবে চলমান ফরম্যাটে।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের পরিবর্তন এখানেই শেষ। এই রকম আরও ফুটবলের খবরাখবর জানতে স্পোর্টস জোন ২৪ এর সাথেই থাকুন।