চূড়ান্ত সেমিফাইনালের চার দল; জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি

চূড়ান্ত হলো চলমান ওয়ানডে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট। প্রথম তিনটি স্থান চূড়ান্ত থাকলেও শেষ দল হিসেবে সেমিফাইনালে পাকিস্তান নাকি নিউজিল্যান্ড নিজেদের জায়গা নিশ্চিত করতে পারে তা নিয়ে কৌতূহল ছিল ক্রীড়াপ্রেমীদের। অবশেষে, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখায় কিউইরা।

এবারের বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করা চার দল হলো- ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার (১৫ নভেম্বর) মাঠে নামবে স্বাগতিক ভারত। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সময় দুপুর আড়াইটায় লড়বে তারা।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় লড়বে তারা। দুই সেমিফাইনালের বিজয়ী দুই দল ১৯ নভেম্বর ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে সবকটি জিতে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারত। ৯ ম্যাচে ৭ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান দক্ষিণ আফ্রিকার। ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে অস্ট্রেলিয়া আর চারে থাকা কিউইদের অর্জন ১০ পয়েন্ট।