ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আছে মাত্র একমাস। ইতোমধ্যে বিসিসিআই ও আইসিসি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। আগামী ৫ অক্টোবর আগের আসরে দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই মেগা আসর। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত তাদের স্কোয়াড ঘোষণা করেছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। যার নেতৃত্বে যথারীতি থাকছেন টেম্বা বাভুমা।
বিশ্বকাপের জন্য প্রোটিয়াদের ঘোষিত দলে রয়েছে একাধিক চমক। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন একাধিক তারকা। সেই সঙ্গে সদ্য অভিষিক্ত জেরাল্ড কোয়েটজিও সুযোগ পেয়েছেন এই দলে। তবে সবচেয়ে বড় চমক ‘বেবি এবি’ ভ্যাক ডেওয়াল্ড ব্রেভিসের দলে ডাক না পাওয়া।
অপরদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার ওয়েইন পার্নেল। তবে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ বোলার সিসান্ডা মাগালা টিকে গেছেন বিশ্বকাপের দলে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিংক, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ফন ডার ডাসেন।
🇿🇦 South Africa's 15-member strong squad for the ODI World Cup is here 🏏👇#CricketTwitter #WorldCup2023 #SouthAfrica #squad pic.twitter.com/YEXh9MSqrn
— CricWick (@CricWick) September 5, 2023