খেলা চলাকালেই মিরপুরের ফ্লাডলাইটে আ’গুন

SportsZone24 SportsZone24

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেই ম্যাচ চলাকালীন সময়েই ফ্লাডলাইটে আগুন ধরার ঘটনা ঘটে। মাত্র কয়েক মিনিট স্থায়ী থাকা সেই আগুন খেলায় কোনো প্রভাব ফেলেনি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে ফ্লাডলাইটে আগুন ধরার পর ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে সেই ফ্লাডলাইটে আলোও জ্বলতে দেখা যাচ্ছে।

SportsZone24 SportsZone24

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ১৫ রানে ইয়ংকে ফেরান মুস্তাফিজুর রহমান। ১৫ বলে ১২ রান করা ফিন অ্যালেনও শিকার হন মুস্তাফিজের। দলীয় ৩৬ রানে চ্যাড বস ফিরেন ১৪ রান করে। এরপরই দলের হাল ধরেন নিকোলস-ব্লান্ডেল। এই দুই ব্যাটারের ব্যাটে প্রাথমিক বিপর্যয়ে সামাল দিয়ে ম্যাচে ফিরে কিউইরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৮৭ রান।

এদিন বাংলাদেশের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। অন্যদিকে, উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের বদলে নেওয়া হয়েছে খালেদ আহমেদকে।