কাগজে-কলমে যে সমীকরণে এখনো এশিয়া কাপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ

চলমান এশিয়া কাপের গ্রুপপর্বে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও আফগানিস্তানকে দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে বড় হারে শুরু করে সুপার ফোর পর্ব। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষেও দেখতে হয় হার। তাই ফাইনালের দৌড়ে অনেকটাই ছিটকে গেছে দল। তবে কাগজে-কলমে এখনো টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ।

সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। ফাইনালে উঠতে হলে সেই ম্যাচে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। তাহলে সুপার ফোরে দলটির পয়েন্ট হবে ২। সেই ম্যাচে জয় ছাড়াও তাকিয়ে থাকতে হবে বাকি তিন দলের দিকেও।

বাংলাদেশের ফাইনালে উঠতে সুপার ফোরের সবকয়টি ম্যাচই জিততে হবে পাকিস্তানকে। বাংলাদেশকে এরই মধ্যে হারিয়ে দিয়েছে পাকিস্তান। শ্রীলংকা ও ভারতকে হারালে দলটির পয়েন্ট হবে ৬। এরই মধ্যে সুপার ফোরে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলংকা। তাই ভারত ও পাকিস্তানের বিপক্ষে দলটি হারলে জিইয়ে থাকবে বাংলাদেশের আশা। সেক্ষেত্রে তাদের পয়েন্টও থাকবে ২।

অন্যদিকে, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে হারতে হবে ভারতকে। তবে শ্রীলংকাকে হারাতে হবে তাদের। তাহলে তারাও ২ পয়েন্ট নিয়ে সুপার ফোর শেষ করবে।

সেই হিসাবে, সুপার ফোরে পাকিস্তানের পয়েন্ট ৬ হলেও বাকি ৩ দলের পয়েন্ট হবে সমান ২ করে। তখন রানরেটের ভিত্তিতে নির্বাচিত হবে কোন দল পাকিস্তানের বিপক্ষে ফাইনালে খেলবে। তাই, বাংলাদেশের সম্ভাবনা ক্ষীণ থাকলেও এখনই বাদ বলা যাচ্ছে না।