চলমান এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে হংকংকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। দলটির তরুণ ব্যটার আমের জামালের ৪১ রানের ঝোড়ো ইনিংসের উপর ভর করে ভারতের পর সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।
এর আগে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৬০ রান তুলে পাকিস্তান। ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৯২ রানেই গুটিয়ে যায় হংকং। এতে ৬৮ রানের বড় জয় পায় পাকিস্তান।
এদিকে এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে ভারত দল। আগে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান করে। জবাবে দারুণ খেলতে থাকা নেপাল ৯ উইকেটে ১৭৯ রানে থামে।
উল্লেখ্য, বাংলাদেশ দল কাল চতুর্থ কোয়ার্টার ফাইনালে খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। আর তৃতীয় কোয়ার্টারে শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানিস্তানের।