বিশ্বকাপের আগে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে খেলতে এসে, সেই স্বপ্ন থেকে যোজন যোজন দূরে থেকেই বিশ্বকাপ জার্নি শেষ করতে হচ্ছে বাংলাদেশকে। বিশ্বকাপে ছয় ম্যাচের মাত্র একটিতে জয়। যেখানে প্রথম ম্যাচ জিতলেও টানা পাঁচ ম্যাচে হার। বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন প্রায় ফিকে হতে বসছে বাংলাদেশের। ভক্তদের মনে একটা প্রশ্নই উঁকি দিচ্ছে, এত ম্যাচ হারার পরেও বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে?
বাংলাদেশের এখনো সেমিফাইনালের স্বপ্ন টিকে রয়েছে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করে। নিজেদের পরবর্তী তিন ম্যাচ তো বাংলাদেশকে জিততেই হবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর পাশাপাশি আরো অনেক সমীকরণও বাংলাদেশের পক্ষে যেতে হবে।
বাংলাদেশকে সবার প্রথমে পরের তিনটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে। কারণ বাংলাদেশের রান রেট অনেক বাজে (-১.৩৩৮)। এমন বাজে রান রেটের কারণে দশ দলের তালিকায় বাংলাদেশ আছে নয় নম্বরে।
পরের তিন ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে আট। ইতোমধ্যে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট আট করে। তাই তাদেরকে পরবর্তী সবগুলো ম্যাচই হারতে হবে।
শাপাশি শ্রীলংকা, নেদারল্যান্ডস ও পাকিস্তানকেও পরবর্তী অন্তত ২টি করে ম্যাচ হারতে হবে। আফগানিস্তানকে হারতে হবে ৩টি ম্যাচ। তাহলেই কেবল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া সম্ভব।
এতকিছু একসঙ্গে হবে সেটা বোধহয় বাংলাদেশ দলও মনে করে না। তাই আর দুটি ম্যাচ জিতে মান রক্ষা করে দেশে যেতে পারলেই সম্ভবত বাংলাদেশ খুশি।