বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এবার তাদের সামনে ইংলিশ বাধা। যারা কিনা ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বটে। তাই এই ম্যাচটি যে টাইগারদের জন্য কঠিন হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালায় ম্যাচটি শুরু সকাল ১১টায়।
এমন ম্যাচে মাঠে নামার আগে সুখবর পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টেন লিগে দল পেয়েছেন এ টাইগার পেসার। ড্রাফটের আগে তাসকিনকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। যে দলের আইকন খেলোয়াড় জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।
চলতি বছর দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যান তাসকিন। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত টি-টেন লিগে প্রথমবার খেলতে গিয়েই চমক দেখিয়েছেন ডানহাতি এই পেসার। তাতে আবারও টি-টেন লিগে ডাক পেলেন এই স্পিডস্টার।
সোমবার (৯ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।
তাসকিনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, টাইগার সেনাবাহিনীতে যোগ দিলেন পেস অ্যাটাকের বাংলাদেশের নেতা, বল দিয়ে আরেকটি অনুপ্রেরণাদায়ক গল্প লিখতে প্রস্তুত।
আরেকটি পোস্টে তারা সাকিবের সঙ্গে তাসকিনের উদযাপনের মুহূর্তের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছে, স্বাগতম ছেলেরা।
উল্লেখ্য, সাকিব-তাসকিন ছাড়াও এবারের আসরে বেশকিছু বড় নামকে দলে টেনেছে বাংলা টাইগার্স। এই তালিকায় আছেন পাকিস্তানের আজম খান, দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট, ইংল্যান্ডের রিস টপলি এবং ভারতের রবিন উথাপ্পা।