আর্জেন্টিনাকে ৪৪ গোলে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

SportsZone24 SportsZone24

ফুটবলে বর্তমান বিশ্বচ্যাপিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। ৩৬ বছর পর মেসির হাত ধরে কাঙ্ক্ষিত শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। কিন্তু আরো একটি সুযোগ ছিল আর্জেন্টিনার। আর্জেন্টিনাকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মত রাগবি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। এদিন দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন উইল জর্ডান।

স্ট্যাড ডি ফ্রান্সে সেমিফাইনালে আর্জেন্টিনাকে ৪৪-৬ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কিউইরা। ম্যাচের শুরু থেকে একক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে নিউজিল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে জর্ডান, জর্ডি ব্যারেট এবং শ্যানন ফ্রিজেলের দাপটে অসহায় আত্মসমর্পণ করে আর্জেন্টাইনরা।

SportsZone24 SportsZone24

এরপর কিউই খেলোয়াড়দের গতির কাছে হার মেনে একের পর এক গোল হজম করে আর্জেন্টাইনরা। শেষ পর্যন্ত ৪৪টি গোল করে নিউজিল্যান্ড। আর মাত্র ৬টি গোল শোধ করতে পারে আর্জেন্টিনা।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।