সেমিফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত আইবিএসএ ওয়ার্ল্ড-২০২৩ গেমস ক্রিকেটে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বোঞ্জ পদক জিতে আসর শেষ করলো বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।

সেমিফাইনালে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে গ্রুপ পর্বে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ পুরুষ ব্লাইন্ড ক্রিকেট দলটি।

সেমিফাইনালে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে সালমান ২৪, আশিকুর ৩৮ ও আরিফ ৪০ রান করেন।

জবাবে ভারত ব্লাইন্ড ক্রিকেট দল ১৭ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ভারতের এস রোমেশের ব্যাট থেকে আসে ৬০ রানের দারুণ ইনিংস।