আফগানিস্তানের শক্তিশালী বিশ্বকাপ দল ঘোষণা

বিশ্বকাপকে সামনে রেখে আজ বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দলে অনুমিতভাবেই আছেন মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমানরা। দলে জায়গা ধরে রেখেছেন নাজিবুল্লাহ জাদরান।

এশিয়া কাপের দলে না থাকলেও বিশ্বকাপের দলে আছেন নাভিন-উল-হক। দুই বছর পর দলে ফিরলেন এই পেসার।

১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন হাশমতউল্লাহ শাহিদি। দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তিনজনকে।

আফগানিস্তান তাদের দিনে খুবই ভয়ঙ্কর দল। তাদের দলে আছেন রহমানুল্লাহ গুরবাজের মতো বিধ্বংসী ওপেনার। মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার নবী। রশিদ-মুজিবদের নিয়ে তাদের আছে বিশ্বমানের স্পিন বোলিং বিভাগ। আছেন ফারুকি-নাভিনদের মতো পেসার।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তারা দারুণ কিছু করার লক্ষ্য নিয়ে আসবে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে।

আফগানিস্তানের বিশ্বকাপ দল:
হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজল হক ফারুকি, আবদুল রহমান ও নাভিন উল হক।

রিজার্ভ খেলোয়াড়:
গুলবাদিন নায়েব, শরাফুদিন আশরাফ ও ফরিদ আহমেদ মালিক।